আনস্কিল এবং স্কিল এর মধ্যে পার্থক্য কি ?
আনস্কিল কি?
আনস্কিল হলো বাংলাদেশ থেকে যখন আপনি সিঙ্গাপুর যেতে চাইবেন তখন মাথায় একটা চিন্তা ঘুরপাক করবে সেইটা হলো ট্রেনিং । কোথায় ট্রেনিং করবো, কোথায় ভর্তি হবো, ভালো ট্রেনিং সেন্টার কোথায় পাবো অনেক অনেক চিন্তা মাথায় চলে আসবে। এতকিছু করতে যারা না চাই তারা ট্রেনিং ছাড়া সিঙ্গাপুর যায়। আর তাদের কে বলে আনস্কিল করে সিঙ্গাপুর যাওয়া। মোট কথা যারা বাংলাদেশ থেকে বিসিএ ট্রেনিং ছাড়া যারা সিঙ্গাপুর যায় তাদের কে আনস্কিল শ্রমিক বলে।
স্কিল কি ? যারা বাংলাদেশের যে কোনো স্কিল ট্রেনিং সেন্টার থেকে বিসিএ স্কিল করে সিঙ্গাপুর যায় তাদেরকে স্কিল শ্রমিক বলে বা স্কিল ওর্য়াকার বলে।
sgtrainingcentre
0